Uncategorized

ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ জুন এবারও শতভাগ টিকিট অনলাইনে

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন সংবাদ সম্মেলনে বলেন, এবার ঈদে নতুন একজোড়া আন্তনগর ট্রেন চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৪ জুন ঢাকা-চিলাহাটি রুটে ট্রেনটি চলবে। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি এই ট্রেনের চলাচল উদ্বোধন করবেন।

এবারও ঈদের ১০ দিন আগের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত হয়েছে। আগে ঈদের ৫ দিন আগে অগ্রিম টিকিট দেওয়া হতো। তবে ঈদযাত্রার অগ্রিম টিকিট রিফান্ড (ফেরত) করা যাবে না।

রেলওয়ের পরিকল্পনা অনুযায়ী আগামী ১৪ জুন পাওয়া যাবে ২৪ জুনের টিকিট। একইভাবে ১৫ জুন দেওয়া হবে ২৫ জুনের, ১৬ জুন ২৬ জুনের, ১৭ জুন ২৭ জুনের এবং ১৮ জুন দেওয়া হবে ২৮ জুনের অগ্রিম টিকিট।

Related Articles

Back to top button