Uncategorized

আচরণবিধি লঙ্ঘন চলছেই, বন্ধে নেই পদক্ষেপ

জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম গতকাল দুপুর ১২টার দিকে নগরের জিন্দাবাজার, চৌহাট্টা এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে গণসংযোগ করেন। এ সময় তিনি লাঙ্গল প্রতীক-সংবলিত প্রচারপত্র বিলি করে ভোট চান। এ বিষয়ে বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে করলেও তিনি সাড়া দেননি।

মেয়র প্রার্থী মাহমুদুল হাসান গতকাল একাধিক মতবিনিময় সভায় অংশ নেন। এসব কর্মসূচিতে তিনি হাতপাখায় ভোট চান। যোগাযোগ করলে মাহমুদুল হাসান বলেন, ‘আমি ভোট চাইনি। সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে দোয়া চেয়েছি। এ ছাড়া শুভেচ্ছা বিনিময়কালে যেসব প্রচারপত্র আমরা বিতরণ করে থাকি, সেসব মূলত দলীয় প্রচারপত্র। সেখানে হাতপাখা প্রতীকের ছবি থাকলেও ভোট চাওয়ার বিষয়টি উল্লেখ নেই। মূলত সরকারদলীয় প্রার্থীই আচরণবিধি লঙ্ঘন করছেন।’

প্রার্থীদের আচরণবিধি ভেঙে নির্বাচনী প্রচারণা চালানোর বিষয়টি দুঃখজনক বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, ‘যেভাবে মেয়র প্রার্থীরা প্রতীক বরাদ্দের আগেই প্রতীক-সংবলিত প্রচারপত্র বিলি করে প্রচারণা শুরু করেছেন, তা হতাশাজনক। এর চেয়েও দুঃখজনক হচ্ছে, অভিযুক্ত প্রার্থী ও তাঁদের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। দ্রুত আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার।’

Related Articles

Back to top button