চিকিৎসা পেয়ে বনে ফিরল অসুস্থ বন্যহাতি

চিকিৎসা পেয়ে বনে ফিরে গেল অসুস্থ এক বন্যহাতি। রাঙামাটির লংগদু উপজেলার ভাসাইন্যাদম ইউনিয়নের পূর্ব চাইল্যাতলী এলাকায় তিন দিন যাবত অবস্থান করছিল দুটি বন্যহাতি। এদের একটি হাতিকে অসুস্থ দেখে বনবিভাগকে জানান স্থানীয়রা।
খবর পেয়ে সোমবার বন বিভাগের একটি চিকিৎসক টিম গিয়ে অসুস্থ হাতিটিকে চিকিৎসা দিয়ে সারিয়ে তোলেন বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সূত্র জানায়, পার্বত্য চট্টগ্রাম বন বিভাগের রাঙামাটি সদর রেঞ্জ কর্মকর্তা রেজাউল করিম চৌধুরীর সার্বিক সহযোগিতায় লংগদুর স্থানীয় বন বিভাগের ব্যবস্থাপনায় রাঙামাটি বন বিভাগ, সুবলং বন বিভাগ এবং চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় হতে মেডিকেল টিমের দুই চিকিৎসক গিয়ে অসুস্থ হাতিটিকে চিকিৎসা দেন। এতে অবশেষে সোমবার বিকালের দিকে সেরে ওঠে অসুস্থ হাতিটি। এরপর দুটি হাতিকেই বনে ছেড়ে দেওয়া হয়।
চিকিৎসকরা বলেন, হাতিটির বাঁ পায়ে পুরানো একটি ক্ষত রয়েছে। যার ফলে হাতিটির পা নাড়াচাড়া করতে পারছিল না। চিকিৎসার পরবর্তী হাতিটি ধীরে ধীরে সেরে ওঠায় বনে ছেড়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে হাতিটি পুরোপুরি সুস্থ হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
পার্বত্য চট্টগ্রাম বন বিভাগের রাঙামাটি সদর রেঞ্জ কর্মকর্তা রেজাউল করিম বলেন, খবর পেয়ে হাতিটিকে চিকিৎসা দেওয়ার জন্য মেডিকেল টিম নিয়ে সেখানে গিয়ে চিকিৎসা দেওয়ার পর হাতিটিকে বনে ছেড়ে দেওয়া হয়।
কক্সবাজার বঙ্গবন্ধু সাফারি পার্কের ভেটেরিনারি কর্মকর্তা ডা. হাতেম সাজ্জাদ বলেন, আমরা লংগদু গিয়ে অসুস্থ হাতিটিকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়েছি। আশা করি হাতিটি সুস্থ হয়ে যাবে।