Uncategorized

তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে তিনটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত বৃহত্তম ভোগ্য পণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জে মসলার বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা করে এসব জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্বে দেন চট্টগ্রাম ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) মোহাম্মদ ফয়েজ উল্যাহ্, সহকারী পরিচালক মো. আনিছুর রহমান এবং সহকারী পরিচালক রানা দেব নাথ।

সহকারী পরিচালক মো. আনিছুর রহমান যুগান্তরকে জানান, খাতুনগঞ্জের মেসার্স মিতালী ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানে মূল্য তালিকা যথাযথ না থাকায় ১০ হাজার জরিমানা করা হয়। মেসার্স আল নুর করপোরেশন নামে একটি প্রতিষ্ঠানে মূল্য তালিকায় আদার দাম প্রতি কেজি ২২৫ টাকা লিখে রাখলেও ক্রয় ভাউচার দেখাতে না পারায় প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। পরে মঙ্গলবার থেকে ১৮০ টাকা দরে আদা বিক্রির অঙ্গীকার দেওয়ার পর সিলগালা খুলে দেওয়া হয়। এদিকে সিটি ফুড রেস্টুরেন্টকে অপরিষ্কার ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রক্রিয়াজাত করার দায়ে পাঁচ হাজার টাকা এবং একই অপরাধে হোটেল নুরে আজমীর নামে আরেকটি প্রতিষ্ঠানকেও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Related Articles

Back to top button