এরদোয়ানের জয় পশ্চিমাদের কাছেও কেন বড় বিষয়

তুরস্কে টানা তৃতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাচ্ছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। রোববার নির্বাচনে জয়ের পর তাঁকে অভিবাদন জানাতে দেরি করেননি শীর্ষস্থানীয় বিশ্বনেতারা। তাঁদের তৎপরতায় এটা স্পষ্ট যে আন্তর্জাতিক অঙ্গনে কৌশলগতভাবে কতটা গুরুত্বপূর্ণ তুরস্ক। দেশটির এই অবস্থান আরও জোরালো হয়েছে ইউক্রেন যুদ্ধ ঘিরে।
এরদোয়ানকে শুভেচ্ছা জানানো বিশ্বনেতাদের মধ্যে প্রথমেই বলা চলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথা। তিনি তো ভোটের আনুষ্ঠানিক ফল আসা পর্যন্তও অপেক্ষা করেননি। শুভেচ্ছাবার্তায় এরদোয়ানকে ডেকেছেন ‘প্রিয় বন্ধু’ বলে। বলেছেন, নির্বাচনে এই জয়ের একটি কারণ এরদোয়ানের ‘স্বাধীন পররাষ্ট্রনীতি’।
পুতিনের এমন প্রতিক্রিয়া অবশ্য অস্বাভাবিক কিছু নয়। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে তুরস্ক, বিশেষ করে এরদোয়ানের সঙ্গে ক্রেমলিনের সখ্য বেড়েছে। কারণ, পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য দেশ হওয়ার পরেও ইউক্রেনে রাশিয়ার অভিযানের বিরুদ্ধাচরণ করেননি তিনি। যদিও ন্যাটোর অন্য সদস্য দেশগুলো মস্কোর ঘাড়ে নানা নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছে। এই ন্যাটোর হয়েই বিভিন্ন সময়ে নানা অভিযানে অংশ নিয়েছে তুরস্ক।