দুই সন্তানকে বাঁচাতে আগুনে ঝাঁপ, বাঁচলেন না মা–ও

এলোমেলো হয়ে পড়ে আছে পোড়া কাপড়; আগুনে দগ্ধ আসবাব, রান্নার সরঞ্জাম ও মুঠোফোনের টুকরা। শনিবার রাতেও এখানে পরিপাটি ছিল ছয়টি কক্ষ। নিশ্চিন্তে ঘুমিয়েছিল ছয়টি পরিবার। কিন্তু রোববার ভোরে আগুনে ছাই হয়ে গেছে সব। প্রাণ হারিয়েছেন দুই সন্তানসহ এক মা। পাশে থাকা দোতলা ভবন আর নারকেলগাছ দেখে বোঝা যায়, আগুনের শিখা কতটা ভয়াবহ ছিল।
গতকাল সোমবার দুপুরে বায়েজিদ এলাকার পূর্ব শহীদনগরের ঘটনাস্থলে গিয়ে কথা হয় আহত ইমাম উদ্দিনের সঙ্গে। তিনি নিহত নূর নাহারের ভাইয়ের ছেলে। তিনি বলেন, ‘ভোর সাড়ে চারটার দিকে ফুফুর চিৎকার শুনে ঘুম ভেঙে যায় আমার। ঘর থেকে বেরিয়েই দেখি, আগুন লেগেছে। আমি বাবা, মা আর অন্যদের ডাকতে শুরু করি। এর মধ্যেই ফুফু কখন আগুন লাগা ঘরে ঢুকে যান, তা টের পাইনি।’
রোববার ভোরে আগুন লাগার সঙ্গে সঙ্গে আশপাশে থাকা স্বজনদের চিৎকার করে ডাকতে থাকেন নূর নাহার বেগম (৩০)। এগিয়ে আসেন তাঁর ভাই, বোন ও স্বজনেরা। পাশের পুকুর থেকে পানি এনে আগুন নেভাতে চেষ্টা করেন তাঁরা। ঘুমন্ত দুই সন্তানকে বাঁচাতে আগুনে ঝাঁপ দেন নাহার। দুই সন্তানের সঙ্গে আগুনে পোড়েন তিনি নিজেও।