Uncategorized

সরকারের সুর নরম হয়ে এসেছে: মির্জা ফখরুল

এই সরকার স্বেচ্ছায় ক্ষমতা ছাড়বে না মন্তব্য করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, এই সরকারের কাছ থেকে দেশের মানুষকে রক্ষা করতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘যুক্তরাষ্ট্রের ভিসা নীতির মাধ্যমে এই সরকার তৃতীয় চপেটাঘাত খেয়েছে। এর আগের দুটি চপেটাঘাত ছিল র‍্যাব কর্মকর্তাদের নিষেধাজ্ঞা ও গণতন্ত্র সম্মেলনে আমন্ত্রণ না পাওয়া৷ ২০১৪ ও ২০১৮ সালের ভোট চুরি দেখে এবার নির্বাচনের সাত মাস আগেই যুক্তরাষ্ট্র ভিসা নীতি ঘোষণা করেছে।’

বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, শাহজাহান ওমর, শামসুজ্জামান, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক  আবদুস সালাম প্রমুখ।

Related Articles

Back to top button