Uncategorized

রাণীনগরে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের অভিযোগ

নওগাঁর রাণীনগর উপজেলা সদরের আল-আমিন দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক (শরীরচর্চা) হারুনুর রশিদ হারুনের বিরুদ্ধে মাদ্রাসার ছাত্রীদের যৌন হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে।

রোববার মাদ্রাসা চলাকালে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে বিভিন্নভাবে তিনি যৌন হয়রানি করেন। ঘটনাটি জানাজানি হওয়ার পর ক্ষুব্ধ হয়ে উঠেছেন শিক্ষক-শিক্ষার্থীসহ

অভিভাবকরা।

এ ঘটনায় শিক্ষক হারুনের বিরুদ্ধে সোমবার মাদ্রাসার কয়েকজন ছাত্রী ও অভিভাবক সুপারের কাছে মৌখিক অভিযোগ দিয়েছেন। শিক্ষক হারুনের বিরুদ্ধে অভিযোগ- তিনি মাদ্রাসার ছাত্রীদের জড়িয়ে ধরা, ছাত্রীদের স্পর্শকাতর স্থান নিয়ে অশ্লীল কথাবার্তা বলা, ছাত্রীরা দুষ্টামি করলে ছাত্রদের দিয়ে ছাত্রীদের স্পর্শকাতর স্থানে হাত দেওয়ানো এবং চুমু খাওয়ার নিদের্শ দেন।

জানা গেছে, ওই শিক্ষক মাদ্রাসায় বেশ কিছুদিন ধরে এসব কর্মকাণ্ড চালিয়ে আসছেন। সম্পতি মাদ্রাসার পঞ্চম শ্রেণির এক ছাত্রীর শরীর নিয়ে অশ্লীল কথাবার্তাসহ বিভিন্নভাবে তাকে যৌন হয়রানি করলে ঘটনাটি শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকায় জানাজানি হয়।

এরপর শুরু হয় ওই শিক্ষককে নিয়ে নানা সমালোচনা। এমনকি ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে উঠেছেন শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকরা।

এ ব্যাপারে রাণীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্তকর্তা রুহুল আমিন বলেন, আল-আমিন মাদ্রাসায় ছাত্রীকে যৌন হয়রানি করার বিষয়টি আমি শুনেছি। তদন্ত সাপেক্ষে ঘটনার সত্যতা পাওয়া গেলে ওই শিক্ষকের বিরুদ্ধে বিধি মতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Back to top button