জাতিসংঘের আমন্ত্রণপত্রও বাগিয়েছিলেন, ধরা পড়লেন মার্কিন দূতাবাসে

জানতে চাইলে ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ প্রথম আলোকে বলেন, ২০১৯ সালে এ প্রতিষ্ঠান চালু করে মানবাধিকার সংগঠনের নামে ওই প্রতারকেরা আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে মানব পাচার করে আসছিলেন।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকার পল্টন এলাকায় একটি কার্যালয় রয়েছে প্রটেকশন ফর লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের। এর ওই সদস্যরা নিয়মিত জাতিসংঘের বিভিন্ন সম্মেলনের বিজ্ঞপ্তির খোঁজখবর রাখতেন। এ দফায় তাঁরা ৪ মে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আদিবাসী বিষয়ে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা বলে আমন্ত্রণপত্র সংগ্রহ করেছিলেন। সেই আমন্ত্রণপত্র দিয়ে এনামুল, শাহাদাদ ও হাদিদুলকে যুক্তরাষ্ট্রে পাঠাতে চেয়েছিলেন মহিউদ্দিন জুয়েল ও উজ্জ্বল হোসেন। এ জন্য ওই তিনজনের কাছ থেকে বেশ কিছু টাকাও নিয়েছিলেন। চুক্তি অনুযায়ী, ভিসা হওয়ার পর বাকি টাকা দেওয়ার কথা ছিল তাঁদের।
মহিউদ্দিন ও উজ্জ্বলকে গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে ফারহান নামের এক ব্যক্তির পাসপোর্ট উদ্ধার হয়। ডিবি কর্মকর্তারা বলছেন, ফারহানকে যুক্তরাষ্ট্রে পাঠানোর জন্য ২০ লাখ টাকা দাবি করেছিলেন মহিউদ্দিন। তাঁর ভিসাও হয়ে গিয়েছিল। কিন্তু পুরো টাকা না দেওয়ায় মহিউদ্দিন তাঁর পাসপোর্ট আটকে রেখেছিলেন।