Uncategorized

সরকারি শিশু পরিবার চলছে অনেক সমস্যা নিয়ে

খাগড়াছড়ি সদরে শিশু পরিবারটি একমাত্র সমন্বিত অর্থাৎ এখানে ১০০ জন ছেলে ও মেয়ে থাকছে। এখানকার শিশুরা পড়াশোনা, নাচসহ বিভিন্ন ক্ষেত্রে ভালো করছে। বিভাগীয় পর্যায়েও বিভিন্ন প্রতিযোগিতায় শিশুরা পুরস্কার পাচ্ছে।

সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক (প্রতিষ্ঠান ১) মো. আফজাল হোসেন ৮৫টি শিশু পরিবারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। তিনি বলেন, এতিমের সংজ্ঞাগত জটিলতা, আবাসনের সুযোগ না থাকাসহ বিভিন্ন সীমাবদ্ধতায় শিশু পরিবারের আসন খালি থাকছে। তা ছাড়া জনবল পর্যাপ্ত না হলে উপযুক্ত সেবা দেওয়া সম্ভব নয়। তিনি জানান, খণ্ডকালীন চিকিৎসক কম টাকায় দায়িত্ব পালন করতে চান না। শিশুদের কাউন্সেলিং করার জন্য কোনো পদ নেই। এ বিষয়গুলোর সুরাহা হলে শিশুদের আরও ভালো রাখা সম্ভব হবে।

আফজাল হোসেন আরও বলেন, শিশু পরিবারগুলোয় শিশুদের কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহায়তায় এই শিশুদের ভালো শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ানোর ব্যবস্থা করতে হবে। শিশুরা বড় হয়ে চিকিৎসক, প্রকৌশলীসহ বিভিন্ন পেশায় যেতে পারলে উদাহরণ তৈরি করা সম্ভব হবে।

এই কর্মকর্তার মতে, বিয়ের মাধ্যমে পুনর্বাসনের যে চিন্তা, তা থেকে ধীরে ধীরে বের হয়ে আসতে হবে।

প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন প্রথম আলোর চট্টগ্রাম, পটিয়া, পিরোজপুর, খাগড়াছড়ি, নেত্রকোনার প্রতিনিধিরা।

Related Articles

Back to top button