Uncategorized
রাজধানীতে মৃদু তাপপ্রবাহ | প্রথম আলো

তাপপ্রবাহের বড় কারণ, এখন বৃষ্টি গেছে কমে। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেখা গেছে, আবহাওয়া অধিদপ্তর যে ৪৪টি স্টেশনের আবহাওয়ার বার্তা দেয়, এর কোনোটিতেই বৃষ্টি হয়নি। আগের ২৪ ঘণ্টায় দুটি স্টেশনে বৃষ্টি হয়েছিল। এর মধ্যে নওগাঁর বদলগাছিতে সর্বোচ্চ ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছিল।
আবহাওয়া অধিদপ্তরের বার্তায় বলা হয়েছে, আজ খুলনা বিভাগের দু–একটি স্থানে বৃষ্টি হলেও দেশের অন্যত্র বৃষ্টি সম্ভাবনা কম।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ আজ প্রথম আলোকে বলেন, তাপমাত্রা আরও দু–এক দিন এভাবে বাড়তে পারে। বৃষ্টির সম্ভাবনাও এ সময় কম। এতে করে গরম আরও বাড়তে পারে।