Uncategorized

মহাখালীতে উড়ালসড়ক থেকে পড়া রড মাথায় ঢুকে প্রাণ গেল শিশুর

পুলিশ ও পথচারীরা বলছেন, সকালে উড়ালসড়কের নিচ দিয়ে যাওয়ায় সময় শিশুটির মাথায় ওপর থেকে রড পড়ে। রডের টুকরাটি শিশুটির মাথায় ঢুকে যায়।

আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পর শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বেলা সোয়া একটার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশু মারা যায়।

হাসপাতালে নিয়ে আসা আরেক পথচারী মুরাদ হোসেন বলেন, ছেলেটাকে বেশ কিছুদিন ধরে এলাকায় হাঁটাহাঁটি করতে দেখি। তাঁর বাড়ি কোথায়, কোথায় থাকে এসব জানা যায়নি।

Related Articles

Back to top button