বিএনপিকে চাপে রাখার কৌশল থেকে সরবে না আওয়ামী লীগ

আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা বর্তমান পরিস্থিতি সম্পর্কে বলেন, গত বছরের ১০ ডিসেম্বরের আগে আলোচনা ছিল যুক্তরাষ্ট্র থেকে নিষেধাজ্ঞা আসছে। তখন নিষেধাজ্ঞা আসেনি। বিএনপিও সরকারের ওপর তেমন কোনো চাপ তৈরি করতে পারেনি। কিন্তু যুক্তরাষ্ট্র নির্বাচনকে লক্ষ্য রেখে যে ভিসা নীতি ঘোষণা করেছে, তা বিএনপিকে আরেকবার সংগঠিত হওয়ার সুযোগ করে দিয়েছে।
ভিসা নীতি এবং বিএনপির চাপ কীভাবে সামলানো হবে—এই প্রশ্ন ছিল আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর দুজন ও সম্পাদকমণ্ডলীর তিনজন নেতার কাছে। তাঁদের বক্তব্যের সারমর্ম হচ্ছে আগামী চার-পাঁচ মাসে অনেক ‘মাইন্ড গেম’ হবে। এর মধ্যে যারা নিজেদের অনমনীয় প্রমাণ করতে পারবে, তারাই নির্বাচনে সুবিধাজনক অবস্থায় থাকবে। ইতিমধ্যে আওয়ামী লীগ মার্কিন ভিসা নীতিকে বিএনপির জন্য নেতিবাচক হয়েছে বলে প্রচার করার কৌশল নিয়েছে। মার্কিন পদক্ষেপ বিএনপির নির্বাচন ভন্ডুলের পরিকল্পনা বাস্তবায়নের পথেও বাধা সৃষ্টি করবে, সেটি জোরালোভাবে হচ্ছে।
পাশাপাশি রাজপথে নেতা-কর্মীদের সক্রিয়তা আরও বাড়ানো হবে। এভাবে সব জায়গায় বিএনপিকে চাপে রাখতে নির্বাচনের সময় সুবিধাজনক অবস্থায় থাকবে আওয়ামী লীগ।
এ বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, নির্বাচন পর্যন্ত রাজপথে থাকবেন দলের নেতা-কর্মীরা। এটি একই সঙ্গে দলের কৌশল এবং নির্বাচনী প্রস্তুতিরও অংশ।