Uncategorized
বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

অভয়নগরে বিদ্যুৎস্পৃষ্টে তুহিন আলম (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বিকালে উপজেলার মহাকাল এলাকার একটি ফার্টিলাইজার কারখানায় এ ঘটনা ঘটেছে।
তুহিন আলম কালীগঞ্জ উপজেলার মাজেদ গাজীর ছেলে।
শ্রমিকরা জানান, তুহিন মহাকাল সাউথ বেঙ্গল ফার্টিলাইজার কারখানার একজন ইলেকট্রিশিয়ান ছিলেন। তিনি কারখানা থেকে মসজিদের বিদ্যুৎ সংযোগ দিতে গেলে বিদ্যুৎতায়িত হন। পরে শ্রমিকরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সিনথিয়া নুর চৈতী জানান, হাসপাতালে আনার আগেই ওই যুবক মারা যান।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পাঞ্চল পুলিশের এসআই রুহুল আমিন।