Uncategorized

৩০ লাখ টাকার বিনিময়ে প্রার্থীকে জিতিয়ে দেওয়ার কথা বলে প্রতারণা

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থীকে জিতিয়ে দেওয়ার কথা বলে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির নাম ফয়জুল ইসলাম আরিফ (৩৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার কমলগঞ্জ থানার দক্ষিণ কানাইদেশী গ্রামের বসির উদ্দিনের ছেলে। আরিফ গাজীপুর মহানগরের কুনিয়া তারগাছ এলাকায় জনৈক হানিফ মিয়ার ভাড়া বাড়িতে বাস করতেন।

পুলিশ জানায়, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের প্রতীক বরাদ্দের পর টঙ্গীতে কয়েকজন কাউন্সিলর প্রার্থীর সঙ্গে পরিচয় হয় আরিফের। পরে তাদের টাকার বিনিময়ে কাউন্সিলর পদে বিজয়ী করার প্রস্তাব দেন তিনি। নির্বাচন কমিশনে তার লোক আছে ও র্যাবের সহযোগিতায় কাউন্সিলর প্রার্থীদের বিজয়ী করতে পারবেন বলে ৩০ লাখ টাকা চান এক কাউন্সিলর পদপ্রার্থীর কাছে। সোমবার বিকালে গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই) ও র্যাব বিষয়টি জানতে পেরে কৌশলে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় তার ব্যবহৃত মোটরসাইকেল ও বাংলাদেশ টেলিভিশন লেখা পরিচয়পত্র জব্দ করে পুলিশ।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, দৈনিক আলোকিত সকাল ও বিটিভির সাংবাদিক পরিচয় দিতেন আরিফ। টাকার বিনিময়ে কাউন্সিলর পদে বিজয়ী করার কথা বলে প্রতারণা করার সময় তাকে আটক করে ডিজিএফআই ও র্যাব। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Related Articles

Back to top button