Uncategorized

সিগারেটে ৪০ শতাংশ মানুষের ডায়াবেটিস!

সিগারেটের কারণে ৩০ থেকে ৪০ শতাংশ মানুষ টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হয়ে থাকে বলে জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

তারা ব‌লেন, ধূমপানে আসক্ত ডায়াবেটিস রোগীদের শারীরিক জটিলতার পাশাপাশি অকাল মৃত্যুর ঝুঁকিও বে‌শি। যা একটি দেশের স্বাস্থ্যসেবা ও সামাজিক অর্থনীতির জন্য বোঝা হয়ে দাঁড়াতে পারে।

সোমবার রাতে রাজধানীর একটি হোটেলে অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি এমপাওয়ারমেন্ট (এইস) আয়োজিত এক অনুষ্ঠানে তারা এসব তথ্য জানান।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর সাবস্ট্যান্স ইউজ রিসার্চের (সিশুর) হেড অফ লনজিটিউডিনাল রিসার্চ ডা. ফারহানা হাসিন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) তথ্যমতে, সিগারেটের কারণে ৩০/৪০ শতাংশ মানুষের টাইপ-২ ডায়াবেটিস দেখা দেয়। একবার ডায়াবেটিস হয়ে গেলে যদি কেউ ধূমপান করে, সেটি আরও ভয়ঙ্কর। কারণ ডায়াবেটিস একটি মেটাবলিক ডিজঅর্ডার। শরীরের এমন কোনো অঙ্গ নেই যেখানে ডায়াবেটিস প্রভাব ফেলে না।

অনুষ্ঠানে জানা‌নো হয়, ডায়াবেটিসে আক্রান্ত প্রাপ্তবয়স্কদের সংখ্যার দিক দিয়ে বাংলাদেশ শীর্ষ দশটি দেশের একটি। দে‌শে দিন দিন ডায়াবেটিস রোগীর সংখ্যা বাড়ছে। বাংলাদেশে ২০২১ সালে এক কোটি৩১ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। ২০৪৫ সালের মধ্যে এই সংখ্যা প্রায় দ্বিগুণ হবে বলে অনুমান করা হচ্ছে। এমন পরিস্থিতিতে ধূমপানের ক্ষতি সম্পর্কে এখন সচেতন না হলে ডায়াবেটিসসহ বি‌ভিন্ন রোগ প্রতি‌রোধ চ‌্যা‌লেঞ্জ হ‌বে।

এইসের হেলথ স্পেশালিস্ট ডা. আস-সাবা হোসেনের পরিচালনায় প্যানেল আলোচনায় অংশ নেন এনাম মেডিকেল কলেজ এবং হাসপাতালের পরিচালক শামস মো. এনাম, সিশুরের হেড অফ লনজিটিউডিনাল রিসার্চ ডা. ফারহানা হাসিন, স্টেইট ইউনিভার্সিটি অব বাংলাদেশের পাবলিক হেলথ বিভাগের প্রধান প্রফেসার ডক্টর হাসনাত এম আলমগীর ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. ফায়াজুল ইসলাম।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনাম মেডিকেল কলেজ এবং হাসপাতালের ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলোজি বিভাগের প্রধান প্রফেসর ডা. মো. শাহজামাল খান, এসোসিয়েশন ফর কমিউনিটি এমপাওয়ারমেন্টের হেড অব রিসার্চ আসিফ মঈনুর চৌধুরী, অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি এমপাওয়ারমেন্টের প্রেসিডেন্ট পারভীন এস হুদা। স্বাগত বক্তব‌্য দেন এইসের নির্বাহী পরিচালক তানভীর হোসেন।

Related Articles

Back to top button