Uncategorized

ছিনতাইয়ের টাকা দিয়ে বাড়ি নির্মাণ, মায়ের চিকিৎসা, জমির বায়না

গ্রেপ্তার তিনজন হলেন মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় গ্রামের মো. শিমুল (৩৬), বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর গ্রামের তাওহিদ ইসলাম (৪৫) ও পটুয়াখালীর দশমিনা উপজেলার ঠাকুরহাট বাজারের রামবল্লভ জসিম উদ্দিন (৪৫)।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ৭ মে বেলা ১১টার দিকে সাভারের আল-মাদানী রেস্টুরেন্টের সামনে একটি কালো রঙের ব্যাগে ২৫ লাখ ৬০ হাজার টাকা নিয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন সাভারের উলাইলের ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের বিপণন ব্যবস্থাপক হাবিবুর রহমান ও নিরাপত্তারক্ষী নাইম ইসলাম। এ সময় পেছন থেকে সাদা প্রাইভেট কারে করে ছিনতাইকারীরা এসে নাইমের কাছ থেকে টাকাসহ ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যান।

এ ঘটনার পরদিন সাভার মডেল থানায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের উলাইল শাখার মালিক ফয়জুল হক মামলা করেন। পরে সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্যের ওপর ভিত্তি করে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাহমুদুল হাসানসহ পুলিশের বিশেষ টিম দেশের বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযান চালিয়ে গতকাল শনিবার পটুয়াখালীর দশমিনা থানার আদর্শ নগর এলাকা থেকে জসিমকে গ্রেপ্তার করা হয় এবং ছিনতাইয়ে ব্যবহৃত প্রাইভেট কার উদ্ধার করা হয়। এ ছাড়া নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে শিমুল ও তাওহিদকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ১১ লাখ টাকা উদ্ধার করে পুলিশ।

Related Articles

Back to top button