Uncategorized

আওয়ামী লীগকে আক্রমণকারী হিসেবে দেখাতে চাইছে বিএনপি: ওবায়দুল কাদের

গাজীপুরে সিটি করপোরেশনের ভোটে আওয়ামী লীগ হেরে গেলেও নির্বাচন গণতান্ত্রিক ও অবাধ হয়েছে। এই নির্বাচন নিয়ে দেশে-বিদেশে কেউ কিছু বলতে পারেনি। তিনি বলেন, ‘আমরা আমাদের গণতন্ত্রকে জয়ী করেছি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করে। সামনে বরিশাল, খুলনা এবং রাজশাহীতে ইলেকশন আছে, এই নির্বাচনগুলোও অবাধ এবং সুষ্ঠু হবে। শেখ হাসিনা সরকারের নীতি হচ্ছে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে হবে। জনগণ ভোট দিলে আছি, ভোট না দিলে নেই। আমরা আমাদের এই নীতিতে অটল থাকব।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নতুন মার্কিন ভিসা নীতি সম্পর্কে বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে কেউ যেন বাধা না দিতে পারে এ কারণে মার্কিন ভিসা নীতি। এ কারণে আওয়ামী লীগের মাথাব্যথার কোনো কারণ নেই। তিনি আরও বলেন, ‘যারা অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বাধা দেবে, তাদের বিরুদ্ধে ভিসা নীতি প্রয়োগ করবে। অথচ তারা ঘোষণা করে বাধা দিচ্ছে। কেরানীগঞ্জে যে নাটক সাজাল, আওয়ামী লীগের অফিস আক্রমণ করে ভাঙচুর করল, নাটক সাজিয়ে ইচ্ছা করে ওখানে গোলমালের সৃষ্টি করল। খাগড়াছড়িতেও তা–ই, আওয়ামী লীগের অনেক কর্মী আহত হয়ে হাসপাতালে। তাদের এটা লক্ষ্য, অথচ তারা বোঝাতে চায় যে আওয়ামী লীগ বাধা দিচ্ছে।’

Related Articles

Back to top button