আওয়ামী লীগ প্রার্থীর সঙ্গে মতবিনিময়ে সাদিক আবদুল্লাহর বিরুদ্ধে ব্যবসায়ীদের ক্ষোভ

বরিশালের ব্যবসায়ীরা নানা প্রতিকূলতার শিকার হচ্ছেন উল্লেখ করে খায়ের আবদুল্লাহ বলেন, ‘আমি নির্বাচিত হলে অবশ্যই বরিশালকে একটি ব্যবসাবান্ধব নগরে পরিণত করা হবে। বিনিয়োগকারীরা যাতে উপযুক্ত নিরাপত্তা পান, সে জন্য সব ধরনের সুযোগ-সুবিধা গড়ে তোলা হবে।’ বরিশালকে ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনাময় শহর উল্লেখ করে তিনি বলেন, ‘বরিশালে কীর্তনখোলার মতো একটি গভীর নদী আছে। এখানে ইপিজেড নির্মাণও সম্ভব। আমার স্বপ্ন, এখান ইপিজেড নির্মাণ করব।’ এ জন্য তিনি ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তাদের সহায়তা কামনা করেন।
বরিশাল মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বলরাম পোদ্দার, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান, চট্টগ্রাম পোর্টল্যান্ড গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান, বরিশাল উইমেন্স চেম্বার অব কমার্সের সভাপতি বিলকিস আহমেদ, পরিচালক নাজমুন নাহার, সারবিন ফেরদৌসি ও রোকসানা আইভি, বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক রেজিন উল কবির, নোমান মল্লিক, মির্জা মোজাম্মেল হোসেন প্রমুখ।