Uncategorized

মুগদা মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত অর্ধেক রোগী একটি এলাকার

রোজিনা বেগম বলেন, এই কয়েক দিন নিজের চেয়ে সন্তানদের নিয়ে বেশি উদ্বেগে কাটছিল তাঁর। তবে আজ (গতকাল) কিছুটা স্বস্তি পেয়েছেন। কারণ, শিশু ওয়ার্ডে থাকা মেজ মেয়ে রুপা সুস্থ হয়ে বাড়ি ফিরছে। তবে বড় মেয়ে নিপার প্লাটিলেট সর্বশেষ বৃহস্পতিবার ৬৫ হাজারে নেমে গিয়েছিল বলে জানালেন তিনি।

মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. নিয়াতুজ্জামান প্রথম আলোকে বলেন, এবার হাসপাতালে যাঁরা আসছেন, তাঁদের মধ্যে অনেকেই দ্বিতীয়বারের মতো ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ ধরনের রোগীরাই মূলত জটিলতা নিয়ে ভর্তি হচ্ছেন। তবে চিকিৎসাসেবায় কোনো ঘাটতি হচ্ছে না। তিনি জানান, চলতি বছর এই হাসপাতালে কোনো ডেঙ্গু রোগীর মৃত্যু হয়নি।

হাসপাতাল থেকে পাওয়া তথ্যের বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও কীটতত্ত্ববিদ কবিরুল বাশার বলেন, যেসব এলাকা থেকে রোগী আসছে, ওই সব এলাকায় প্রথমে উড়ন্ত মশা নিধন করতে হবে। এ ছাড়া এলাকাবাসীকে সচেতন করতে হবে, কারও জ্বর এলে দ্রুত পরীক্ষা করাতে হবে এবং রোগীকে মশারির বাইরে রাখা যাবে না। আক্রান্ত বেশি হওয়ার এলাকাগুলোর বিষয়ে পদক্ষেপ নিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তাদের খুদে বার্তা পাঠিয়ে জানালেও কোনো ফল পাওয়া যায়নি বলেও জানান তিনি।

Related Articles

Back to top button