দিনাজপুরে সরবরাহ বৃদ্ধির সঙ্গে বেড়েছে লিচুর দাম

দিনাজপুরের বাজারে উঠতে শুরু করেছে লিচু। বাজারে সরবরাহ বৃদ্ধির পাশাপাশি বাড়তে শুরু করেছে লিচুর দাম। কয়েক দিনের ব্যবধানে প্রতি হাজার লিচুতে প্রকারভেদে দাম বেড়েছে এক হাজার থেকে তিন হাজার টাকা পর্যন্ত।
দিনাজপুরের প্রধান লিচুর বাজার শহরের নিউ মার্কেটে শুক্রবার গিয়ে দেখা যায়, বাজারে লিচুর প্রচুর আমদানি হয়েছে। নিউ মার্কেটে জায়গা সংকুলান না হওয়ায় লিচু বেচাকেনা হচ্ছে দিনাজপুর কোতোয়ালি থানার সামনের সড়কের দু’পাশে। ফলে নিউ মার্কেট ও কোতোয়ালি থানার আশপাশের সড়কে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট।
বাজারে লিচুর সরবরাহ বেড়ে যাওয়ার পাশাপাশি বেড়েছে বেচাকেনাও। শুক্রবার ছুটির দিন হওয়ায় বাজারে লিচুপ্রেমী ক্রেতাদের ভিড়ও ছিল বেশি। আর এ কারণে গত কয়েকদিনের তুলনায় শুক্রবার লিচু বিক্রি হয় চড়া দামে।
গত দু’তিন দিন আগে প্রতি হাজার মাদ্রাজি লিচু বিক্রি হয়েছে এক হাজার থেকে দুই হাজার টাকা দরে, বেদানা লিচু বিক্রি হয়েছে চার থেকে সাড়ে চার হাজার এবং চায়না-থ্রি লিচু বিক্রি হয়েছে পাঁচ হাজার টাকা দরে। সে লিচুর প্রকারভেদে শুক্রবার দাম বেড়েছে এক হাজার থেকে তিন হাজার টাকা পর্যন্ত।
শুক্রবার প্রতি হাজার মাদ্রাজি লিচু বিক্রি হয় দুই হাজার থেকে তিন হাজার টাকা, বেদানা লিচু বিক্রি হয় চার হাজার থেকে সাত হাজার এবং প্রতি হাজার চায়না-থ্রি লিচু বিক্রি হয় পাঁচ হাজার থেকে আট হাজার টাকা দরে।