বাংলাদেশে স্বাস্থ্য খাতের জন্য ৮ কঠিন কাজ করতে হবে

স্বাস্থ্যে বাংলাদেশের সাফল্য উল্লেখযোগ্য। এ সাফল্য উদ্যাপন করার মতো। ৫০ বছরে যেভাবে সাফল্য এসেছে, ভবিষ্যতে একইভাবে সাফল্য না-ও আসতে পারে। ভবিষ্যতের সমস্যা মোকাবিলায় অন্তত আটটি কঠিন কাজ বাংলাদেশকে হাতে নিতে হবে।
শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক বই প্রকাশ অনুষ্ঠানে দেশের স্বাস্থ্য খাত নিয়ে এ কথা বলেন যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের আন্তর্জাতিক স্বাস্থ্য শাখার জ্যেষ্ঠ সহযোগী হেনরি বি পেরি।
বাংলাদেশের স্বাস্থ্য খাতের ভবিষ্যতের জন্য হেনরি বি পেরি আটটি সুপারিশ করেন। এগুলো হচ্ছে উদ্ভাবন, স্বাস্থ্য খাতে অর্থায়ন বৃদ্ধি, একটি দৃঢ় প্রাথমিক স্বাস্থ্যসেবা পদ্ধতি গড়ে তোলা, কমিউনিটি স্বাস্থ্যকর্মীদের শক্ত পেশাদার হিসেবে গড়ে তোলা, অর্থায়ন বিকেন্দ্রীকরণ ও প্রাথমিক স্বাস্থ্যসেবার ক্ষমতা বৃদ্ধি, বিপর্যয়মূলক স্বাস্থ্য ব্যয় মোকাবিলার জন্য সব নাগরিকের জন্য বিমার ব্যবস্থা, গবেষণা জোরদার করা এবং দৃঢ় নাগরিক নজরদারি ব্যবস্থা গড়ে তোলা।