‘আমারও ইচ্ছা করে, বাবার সঙ্গে স্কুলে যাই, বাবাকে ফিরিয়ে দিন’

লামিয়া এখন শিশু থেকে কৈশোরে। কিন্তু বাবাকে দেখে না ১০ বছর। বাবার খোঁজের দাবি জানিয়ে অনেকের সঙ্গে সে-ও বেশ কয়েকবার দাঁড়িয়েছে রাস্তায়। আজ শনিবারও তেমনি দাঁড়িয়েছে। বাবার ছবি হাতে নিয়ে অঝোরে কাঁদছিল কিশোরী লামিয়া ইসলাম। অন্য বন্ধুদের মতো তাঁরও ইচ্ছা করে বাবার হাত ধরে হাঁটতে, স্কুলে যেতে। কিন্তু বাবা কোথায়, বাবাকে ফিরিয়ে দিতে অনুরোধ জানিয়েছে সে।
লামিয়া কাঁদতে কাঁদতে বলে, ‘আমার বাবার নাম কাউছার। ১০ বছর হয়ে গেল, আমি আমার বাবাকে খুঁজছি। আমার খুব ইচ্ছা করে, বাবার হাত ধরে হাঁটব। আমার বন্ধুরা তাদের বাবার সঙ্গে স্কুলে যায়। আমারও ইচ্ছা করে, বাবার সঙ্গে স্কুলে যাই। আমি কেন পারি না? আমি কি আমার বাবার সঙ্গে স্কুলে যেতে পারব না?’
লামিয়ার মতো গুমের শিকার মো. সোহেলের ছোট্ট মেয়ে সাফা কাঁদতে কাঁদতে বলছিল, ‘আর কত দিন রাস্তায় দাঁড়িয়ে আমার বাবাকে ফেরত চাইব? বাবাকে ছাড়া আমার একদম ভালো লাগে না। আমার একটাই দাবি, আমার বাবাকে ফিরিয়ে দিন। আমি আর কিছু চাই না। আমি শুধু বাবাকে চাই।’