Uncategorized

পাঁচ তারকা হোটেলের জন্য ১০ একর জমি নিয়ে বিপাকে বিসিএস প্রশাসন সমিতি

কক্সবাজারের টেকনাফে পাঁচ তারকা মানের একটি হোটেল নির্মাণের জন্য ১০ একর জমি বরাদ্দ নিয়ে বিপাকে পড়েছে বিসিএস (প্রশাসন) কল্যাণ বহুমুখী সমবায় সমিতি। জমির নির্ধারিত ইজারামূল্য পরিশোধ করতে পারছে না তারা।

অন্যদিকে টাকা চেয়ে বারবার তাগাদা দিচ্ছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। এ পটভূমিতে আগামী ৩১ আগস্টের মধ্যে সদস্যদের শেয়ার কিনতে আবারও চিঠি দিয়েছেন সমিতির সম্পাদক।

এর আগে আট দফা চিঠি দেওয়া হয়েছিল। তবে সদস্যদের কাছ থেকে সেভাবে সাড়া পাওয়া যাচ্ছে না। এরপরও ৪ মে সমিতির সম্পাদক যুগ্ম সচিব আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান নতুন করে সদস্যদের কাছে শেয়ার কেনার অনুরোধ জানিয়ে চিঠি দেন।

প্রতিটি শেয়ারের মূল্য ৫০ হাজার টাকা উল্লেখ করে চিঠিতে বলা হয়, সমিতির একজন সদস্য ন্যূনতম ৩টি ও সর্বোচ্চ ২০টি শেয়ার কিনতে পারবেন। বিসিএস প্রশাসন ক্যাডারের যেসব সদস্য সাবরাং পর্যটন অঞ্চলে শেয়ার কিনতে আগ্রহী, কিন্তু সমিতির সদস্য নন, তাঁরাও শেয়ার কিনতে পারবেন। তবে তাঁদের সদস্য ফি বাবদ ২০ হাজার টাকার পে–অর্ডার করে সমিতির নামে জমা দিতে হবে।

Related Articles

Back to top button