Uncategorized

চীন আরেকটি বৈশ্বিক উদ্যোগে বাংলাদেশকে পাশে চায়

উল্লেখ্য, জাতীয় নির্বাচনের আগে আগামী সেপ্টেম্বরে জি-২০ শীর্ষ সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভারত সফরের কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ওই সময়ের আগে বা পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বেইজিং সফরে নেওয়ার ব্যাপারে চীনের আগ্রহের কথা কূটনৈতিক পর্যায়ে শোনা যাচ্ছে।

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ২০২১ সালের ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে আনুষ্ঠানিকভাবে বৈশ্বিক উন্নয়ন উদ্যোগের ঘোষণা দেন। তিনি বলেছিলেন, করোনা মহামারির পরিপ্রেক্ষিতে একটি ভারসাম্যপূর্ণ, সমন্বিত ও অংশগ্রহণমূলক উন্নয়নের ধারা নিশ্চিত করতে হলে বিশ্বকে একসঙ্গে কাজ করতে হবে। এই লক্ষ্য অর্জনের পাশাপাশি ২০৩০ সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনের জন্যও জিডিআই গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ এসডিজিতে যুক্ত আছে। তাই নতুন করে একই ধরনের প্রক্রিয়ায় গিয়ে কতটা লাভ হবে, সেটা আরও গভীরভাবে ভেবে দেখা দরকার, এমন আলোচনা কূটনীতিকদের মধ্যে রয়েছে।

Related Articles

Back to top button