Uncategorized
সরকার সুষ্ঠু ভোট দেখানোর চেষ্টা করেছে: আমির খসরু

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের মাধ্যমে সরকার সুষ্ঠু নির্বাচন দেখানোর চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমিরখসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, আগামী নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে— এর কোনো বিকল্প নেই।
শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণমাধ্যমের যতটুকু স্বাধীনতা আছে, তা ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে দমন করছে সরকার। সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদনের মধ্যে এমন কিছু আছে, যা প্রকাশ করতে ভয় পায় সরকার।
এর আগে সংক্ষিপ্ত সভাশেষে জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলনের মাধ্যমে ডিআরইউয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করা হয়। পরে একটি র্যালি বের করা হয়।