Uncategorized

ধান মাড়াই করা দেখতে গিয়ে প্রাণ গেল শিশুর

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ধান মাড়াই মেশিনের যন্ত্রাংশ খুলে ছিটকে গিয়ে তাবাসসুম ছোঁয়া নামে এক শিশু নিহত হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার কামদিয়া ইউনিয়নের বরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাবাসসুম ছোঁয়া ওই গ্রামের সাইদুজ্জামানের কন্যা।

প্রত্যক্ষদর্শী গ্রামবাসী জানান, শুক্রবার সকাল থেকে সাইদুজ্জামান মিয়া তার উঠানে ধান মাড়াই মেশিন বসিয়ে মাড়াই কাজ করছিলেন। এ সময় পাশে দাঁড়িয়ে মাড়াই কাজ দেখছিল শিশুকন্যা তাবাসসুম ছোঁয়া ।

হঠাৎ করে বিকট শব্দে মাড়াই মেশিনের একটি পার্স খুলে তাবাসসুমের গায়ে লাগে । এতে সে গুরুতর আহত হলে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

Related Articles

Back to top button