Uncategorized

পিটিআই নেতাদের তালিকা দীর্ঘ হচ্ছে

ইমরান খান এবং তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ছয় শতাধিক নেতা ও এমপির বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার।

সরকারের এ পদক্ষেপকে শুক্রবার স্বাগত জানিয়ে ইমরান খান বলেছেন, আমাদের পাকিস্তান ছাড়ার কোনো পরিকল্পনা নেই। খবর জিওনিউজের।

উল্লেখ্য, ৯ মের বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় বৃহস্পতিবার তেহরিক-ই-ইনসাফের ছয় শতাধিক নেতা ও এমপির বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে পাকিস্তান সরকার।

তাদের নাম পিএনআইএলের (প্রভিশনাল ন্যাশনাল আইডেনটিফিকেশন লিস্ট) তালিকাভুক্ত করা হয়েছে।

এ তালিকায় ইমরান খানের নামও রাখা হয়েছে। এ খবর জানতে পেরে এক টুইটবার্তায় শুক্রবার ইমরান খান লেখেন, এ পদক্ষেপের জন্য সরকারকে ধন্যবাদ দিতে চাই। একই সঙ্গে এ-ও জানাতে চাই যে, আমার বিদেশ যাওয়ার কোনো পরিকল্পনাই নেই।

সম্প্রতি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে বিদেশে পাঠানোর গুঞ্জন ওঠে। তবে গত শনিবার দেওয়া এক ভাষণে তিনি জানান, তিনি দেশ ছাড়বেন না। উল্টো প্রশ্ন করেন, ‘আমি কেন দেশ ছাড়ব?’

Related Articles

Back to top button