Uncategorized

সাগরে মাছ ধরার নৌযানে আগুন

বন্দর সচিব ওমর ফারুক প্রথম আলোকে জানান, শুক্রবার রাত সোয়া ১২টার দিকে বন্দর জলসীমায় আলপা নোঙর এলাকায় অবস্থানরত লাইটার জাহাজ এমভি মুহুরী-২ থেকে বেতারবার্তায় বন্দরের নিয়ন্ত্রণকক্ষে অগ্নিকাণ্ডের খবর জানানো হয়।

বেতারবার্তায় বলা হয়, মুহুরী-২–এর কাছাকাছি থাকা একটি মাছ ধরার নৌযানে আগুন লেগেছে।

Related Articles

Back to top button