Uncategorized

গৃহবধূ খোয়ালেন সাড়ে ৬ লাখ টাকার নগদ অর্থ-স্বর্ণালংকার

ভুক্তভোগী নারী আরও বলেন, এ ঘটনার পর গভীর রাতে তাঁকে মুঠোফোনে জানানো হয়, ‘পরিস্থান’ থেকে পরিরা তাঁর জন্য স্বর্ণের পুতুল নিয়ে এসেছে। ৫ লাখ ১০ হাজার টাকা নিয়ে তাঁকে আবারও দেখা করতে বলা হয়। এবার তিনি ব্যাংক থেকে ৫ লাখ ১০ হাজার টাকা নিয়ে দেখা করেন। তখন ওই ব্যক্তি গৃহবধূকে বলেন, টাকাগুলো কচুগাছের নিচে রেখে পুতুলটি যেন তিনি গ্রহণ করেন। ওই গৃহবধূ ৫ লাখ ১০ হাজার টাকা কচুগাছের নিচে রেখে সেই পুতুল নিয়ে বাসায় চলে আসেন। কথিত জিনের বাদশাহর কথামতো ওই গৃহবধূ পুতুলটি নতুন পাতিলে ভরে ১৫ দিন মাটির নিচে রেখে দেন। তবে ১৫ দিন পর পাতিল খুলে তিনি দেখেন, সেখানে কোনো স্বর্ণ নেই। পরে দেখেন তাঁকে যে পুতুল দেওয়া হয়েছে, সেটিও লোহার তৈরি।

পিবিআইয়ের এসআই সোহাগ আলী বলেছেন, ওই নারী প্রতারকদের দুই দফায় সাড়ে ৫ লাখ টাকা দিয়েছেন, তা তদন্তে নিশ্চিত হওয়া গেছে।

Related Articles

Back to top button