Uncategorized

সিলেটে ৫ মেয়র প্রার্থীসহ ১৬ জনের মনোনয়ন বাতিল

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনের জন্য দাখিলকৃত ৩৮৭টি মনোনয়নের মধ্যে বাছাইয়ে ১৬ জনের মনোনয়ন বাতিল হয়েছে। এর মধ্যে মেয়র পদে পাঁচজন, সংরক্ষিত কাউন্সিলর পদে পাঁচজন ও সাধারণ কাউন্সিলর পদে ছয়জনের মনোনয়ন বাতিল হয়েছে।

বৃহস্পতিবার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. ফয়সল কাদের বৈধ ও বাতিল প্রার্থীদের নাম ঘোষণা করেন। ২১ জুনের নির্বাচনে মেয়র পদে ৬ জনসহ বৈধপ্রার্থী রয়েছেন ৩৭১ জন। মেয়র পদে ছয়জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৮৪ জন ও সাধারণ কাউন্সিলর পদে ২৮১ জন রয়েছেন।

মেয়র পদে বাতিল হওয়া পাঁচজন স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন- সামছুননূর তালুকদার, মোহাম্মদ আব্দুল মান্নান খান, মৌলানা জাহিদ উদ্দিন চৌধুরী, মো. শাহজাহান মিয়া ও মোশতাক আহমেদ রউফ মোস্তফা।

মেয়রপদে বৈধ প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, জাকের পার্টির মো. জহিরুল আলম, স্বতন্ত্র মোহাম্মদ আবদুল হানিফ কুটু ও মো. ছালাহ উদ্দিন রিমন।

এসব তথ্য নিশ্চিত করেন সিসিক নির্বাচনে রিটার্নিং অফিসার কার্যালয়ের গণমাধ্যম কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন। তিনি জানান, বাতিল হওয়া প্রার্থীরা আপিল করতে পারবেন। ১ জুন প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। পর দিন প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

Related Articles

Back to top button