Uncategorized

নালার পানিতে শিশুর মৃত্যু

ঝালকাঠির রাজাপুরে নালার পানিতে ডুবে দেড় বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বড়ইয়া ইউনিয়নের পালট গ্রামে এ ঘটনা ঘটে।

শিশুটির নাম মো. আবিদ হোসেন। সে ওই এলাকার মো. জসিম কাজীর ছেলে।

পুলিশ ও স্থানীরা জানায়, আবিদ ও তার বড় ভাই আদনান (আড়াই বছর) বাড়ির পাশে খেলা করছিল। খেলা করতে গিয়ে পাশের নালায় জমে থাকা বৃষ্টির পানির মধ্যে আবিদ পড়ে যায়। আবিদকে উদ্ধার করতে বড় ভাই দৌড়ে বাড়িতে গিয়ে তার মা মুক্তা বেগমকে জানায়। মুক্তা বেগম ঘটনাস্থলে এসে নালা থেকে আবিদকে উদ্ধার করলে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

রাজাপুর থানা পরিদর্শক (তদন্ত) মো. ফিরোজ কামাল বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় শিশুটির লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।

উল্লেখ্য, গত রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এ উপজেলায় পুকুর ও নালার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।

Related Articles

Back to top button