জাহাঙ্গীরের মা জায়েদা খাতুনই গাজীপুরের মেয়র

এ ছাড়া সিসি ক্যামেরা থাকায় ঢাকায় কেন্দ্রীয়ভাবে নির্বাচন কমিশন এবং গাজীপুরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বড় বড় মনিটরে ভোটকেন্দ্র ও বুথের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। কোনো অসংগতি দেখা গেলে সঙ্গে সঙ্গে নির্দেশনা দেওয়া হয়। যেমন গাজীপুরের বাসন এলাকায় সোনারবান মেমোরিয়াল হাইস্কুল ভোটকেন্দ্রের একটি গোপন বুথে প্রবেশের দৃশ্য পর্যবেক্ষণ করেন ঢাকার নির্বাচন কমিশন কর্মকর্তারা। পরে ভ্রাম্যমাণ আদালত একজনকে তিন দিনের কারাদণ্ড এবং আরেকজনকে দিনভর আটকে রেখে সন্ধ্যায় ছেড়ে দেন।
গাজীপুর শহরের শহীদ স্মৃতি বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, কেউ যাতে ভোটারদের বাধা না দেয় এবং গন্ডগোল করতে না পারে, সে জন্য তাঁদের ওপর নির্দেশনা ছিল। আওয়ামী লীগের মেয়র প্রার্থীর লোকেরাও কোনো ঝামেলা করেননি। ফলে তাঁদের পক্ষে দায়িত্ব পালন করা সহজ হয়েছে।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন কাদির কল্লোল, আনোয়ার হোসেন, সামছুর রহমান, আহমদুল হাসান, ড্রিঞ্জা চাম্বুগং, প্রদীপ সরকার, মাসুদ রানা, সাদিক মৃধা ও আল-আমিন]