Uncategorized

নৌকা ও হাতপাখা ছাড়া অন্য প্রতীকের এজেন্ট পাওয়া যাচ্ছে না অনেক কেন্দ্রে

আজ সকাল ১০টার দিকে কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিজের ভোট দিয়ে এসব কথা বলেন জাহাঙ্গীর আলম। এ কেন্দ্রে অবশ্য জায়েদা খাতুনের এজেন্ট ছিলেন।

গাজীপুরের নির্বাচনে সব কটি কেন্দ্রেই ইভিএমে ভোট নেওয়া হচ্ছে। ভোট সুষ্ঠু করতে সব কটি কেন্দ্রেই স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা।

গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর মরকুনে ৪৭ নম্বর ওয়ার্ডের স্টার একাডেমি ভোটকেন্দ্রে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী জায়েদা খাতুনের কোনো পোলিং এজেন্ট নেই। তবে এই কেন্দ্রের ৯টি বুথেই আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আজমত উল্লা খানের পোলিং এজেন্ট আছেন। কোনো কোনো বুথে ইসলামী আন্দোলনের প্রার্থী ও জাতীয় পার্টির এজেন্ট উপস্থিত ছিলেন। জায়েদা খাতুন সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের মা।

এই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. আবু হানিফা প্রথম আলোকে বলেন, অনেক প্রার্থীর এজেন্ট আছে। কোন কোন প্রার্থীর এজেন্ট নেই, সেটি তাঁকে খোঁজ নিয়ে জানাতে হবে। তবে কোনো কোনো প্রার্থীর এজেন্ট ভোট শুরুর পর এসেছেন। তাঁদের ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি।

Related Articles

Back to top button