Uncategorized
জয় নিয়ে শতভাগ আশাবাদী, ভোট দিয়ে বললেন আজমত উল্লা খান

আজমত উল্লা খান বলেন, ‘আজকে একটি সুষ্ঠু,নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে শত শত মানুষ ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন। সুতরাং যারা অপপ্রচার চালিয়েছিলেন যে, ভোটাররা কেন্দ্রে আসবে না বা অংশগ্রহণমূলক নির্বাচন হবে না, তারা আজ জবাব পেয়ে গেছেন।’
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা বলেন, ‘গাজীপুর সিটির মানুষ দীর্ঘ দশ বছর ধরে হতাশ। তাই তারা সকাল থেকে দলে দলে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটে সাড়া দিচ্ছেন। তাই সবার প্রতি কৃতজ্ঞ এবং সবাইকে ধন্যবাদ জানাই।’
আজমত উল্লা খান আরও বলেন, ‘আমি একজন রাজনৈতিক ও সামাজিক কর্মী হিসেবে সবসময় জনগণের সঙ্গে ছিলাম, জনগণের মতামতকে গুরুত্ব দিয়েছি। তাই আজকেও জনগণ যাকে নির্বাচিত করবেন তাকে মেনে নিব। তবে আমি আমার জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।’