Uncategorized
শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণ চেষ্টার অভিযোগে তদন্ত কমিটি

চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক সুব্রত আচার্যে্যর বিরুদ্ধে ওই বিদ্যালয়ের একজন ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। ভিকটিমের বাবার দায়ের করা লিখিত অভিযোগের প্রেক্ষিতে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। পরবর্তী ১০ কার্য দিবসের মধ্যে তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য কমিটিকে নির্দেশনা দেন।
ইউএনও তাপস শীল বুধবার রাতে মোবাইল ফোনে তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা খন্দকারকে আহ্বায়ক করা হয়েছে। এছাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কানিজ আফরোজ ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলামকে সদস্য করা হয়েছে।