আবু সাইদের হুমকিকে ‘মুখ ফসকে বের হওয়া অনাকাঙ্ক্ষিত’ বক্তব্য বলছে বিএনপি

দুই দিন পর ২১ মে রোববার ঢাকায় দলের এক সমাবেশে আবু সাইদের এই উক্তি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘নেতা-কর্মীদের বলব, আর শান্তি সমাবেশ নয়, তাদের (বিএনপি) প্রতিরোধ করা হবে।’ পরদিন সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে আবু সাইদের বিরুদ্ধে রাজশাহীতে মামলা হয়।
এ ঘটনায় বুধবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এক বিবৃতিতে বলেন, মুখ ফসকে বেরিয়ে যাওয়া আবু সাইদের একটি অনাকাঙ্ক্ষিত বক্তব্যকে কেন্দ্র করে তাঁকে গ্রেপ্তারের উদ্দেশ্যে এখন তাঁর আত্মীয়স্বজনের ওপরও নির্দয় আচরণ শুরু করেছে সরকার। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে আবু সাইদের মেয়ে জাকিয়া সুলতানা, চার বছরের নাতনি (জাকিয়া সুলতানার মেয়ে) আরিশা, ভাগনি মাসুদা আক্তার ও ছোট জামাতা শেখ সালাউদ্দিন আহম্মেদকে গ্রেপ্তার করেছে। তাঁদের জিজ্ঞাসাবাদের নামে অমানবিক হয়রানি করা হচ্ছে।