জাতীয় নির্বাচনে অনলাইনে মনোনয়নপত্র নিতে চায় ইসি

নির্বাচন কমিশন সূত্র জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার বিধান নির্বাচনী বিধিমালায় সংযুক্ত করা হয়। গত সংসদ নির্বাচনে এই সুযোগ থাকলেও তা কার্যকর ছিল না বলা চলে। কেননা, সেটি পুরোপুরি অনলাইনভিত্তিক ছিল না। অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সেটির কাগজপত্রও (হার্ড কপি) রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিতে হয়। এখন বিষয়টি পুরোপুরি অনলাইননির্ভর করার চিন্তাভাবনা চলছে। এটি নিয়ে কারিগরি দিক ও নিরাপত্তার বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।
সূত্র বলছে, তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি ইসি। নির্বাচন কমিশনার মো. আহসান হাবীব খানের নেতৃত্বে একটি কমিটি বিষয়টি দেখভাল করছে।
জানতে চাইলে আহসান হাবীব খান প্রথম আলোকে বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ করে দেওয়ার আন্তরিক ইচ্ছা নির্বাচন কমিশনের আছে। প্রথমে স্থানীয় সরকারের নির্বাচন ও উপনির্বাচনে এই কার্যক্রম শুরু করা হবে। সেখানে অনলাইন মনোনয়ন কার্যক্রম সফল হলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও অনলাইনে মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা রাখা হবে। কোনো প্রার্থীকে সশরীর নির্বাচন কার্যালয়ে যেতে হবে না। সরাসরি কোনো কাগজপত্রও জমা দিতে হবে না। এতে মনোনয়ন দাখিল, গ্রহণ ও বাছাইয়ের প্রক্রিয়া সহজ ও দ্রুততর হবে।