Uncategorized
৭৪ জনকে কেন ক্যাডারে অন্তর্ভুক্ত করা হলো, কেনই–বা বাদ গেলেন

মন্ত্রণালয় থেকে জারি করা সংশোধিত আদেশ পর্যালোচনা করে দেখা যায়, হোমিওপ্যাথিক চিকিৎসক ডিগ্রিধারী ১১ জনকে বাদ দেওয়া হয়েছে। তাঁরা হলেন আল এমরান আলী, কামাল উদ্দিন, মনজুরুল হক, জেবুন্নেছা, রাহেনা আক্তার, সৈয়দ মাহবুব আলম, মোহাম্মদ আবদুর রহিম, আক্তার জাহান, অসীম কৃষ্ণ চৌধুরী, আবুল কালাম ও শাহীন আক্তার জাহান। তাঁদের মধ্যে কয়েকজন এখন অবসরে।
আল এমরান আলী প্রথম আলোকে বলেন, ‘সরকারি চাকরি থেকে তিন বছর আগে অবসরে গেছি। কেন আমাকে ক্যাডারে অন্তর্ভুক্ত করা হলো, আবার কেনই–বা বাদ দেওয়া হলো, তা বুঝতে পারিনি।’