Uncategorized

এবার প্রকাশ্যে এলো রাঘব চাড্ডার প্রেমের গল্প

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া সম্প্রতি বাগদান সেরেছেন আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার সঙ্গে। তবে দুজন দুই জগতের মানুষ। তবে একে অপরের হাতে হাত রেখে অঙ্গীকার করেছেন একসঙ্গে পথচলার।

রাজনীতির জগতের মানুষ রাঘব চাড্ডার প্রেমে কীভাবে পড়েছিলেন পরিণীতি চোপড়া তা আগেই বলেছেন। তবে এতদিন অজানাই ছিল রাঘবের প্রেমের গল্প। এবার নিজের প্রেমের গল্প লেখার জন্য কলম ধরলেন আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে রাঘব লেখেন, একদিন হঠাৎ করেই আমার জীবনে আবির্ভাব হলো এই মেয়ের। হাসি, খুশি আর আনন্দের রঙে ভরিয়ে দিল আমার জীবন। যার আমাকে জড়িয়ে ধরাও এক স্বর্গীয় অনুভূতি।

রাঘব আরও লেখেন, আমাদের বাগদানের অনুষ্ঠানে সবাই এত আনন্দ পেয়েছেন দেখে আমি এতটুকু অবাক হইনি। এত খুশির একটা অনুষ্ঠান আমাদের সবাইকে আরও কাছাকাছি নিয়ে এসেছে— তাও একেবারে পাঞ্জাবি রীতিতে।

রাঘব ও পরিণীতির বাগদানে আংটিবদলের পাশাপাশি নাচগানেও মেতেছিলেন আমন্ত্রিত অতিথিরা। খাঁটি পাঞ্জাবি রেওয়াজেই উদযাপিত হয়েছিল দুই তারকার জীবনের এই বিশেষ দিন।

Related Articles

Back to top button