Uncategorized

‘নৌকা ছাড়া কাউকে ভোটকেন্দ্রে আসতে দেব না’ বলা আজিজুরের প্রার্থিতা বাতিল

ইসি সচিব বলেন, আজিজুর রহমান উপস্থিত হয়ে নিজের বক্তব্য দেন। এ সময় তাঁকে তাঁর বক্তব্যের ভিডিও ক্লিপ দেখানো হয়। প্রার্থী ক্ষমা প্রার্থনা করে লিখিত বক্তব্য দেন। নির্বাচন কমিশন ওই প্রার্থীর বক্তব্যের ভিডিও ক্লিপ, তদন্ত প্রতিবেদন এবং প্রার্থীর ক্ষমা প্রার্থিতার আবেদন—সবকিছু বিবেচনায় নিয়ে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তাঁর ক্ষমার আবেদন গ্রহণযোগ্য নয় বলে সিদ্ধান্ত নেয় এবং লাটিম প্রতীকের পদপ্রার্থী আজিজুর রহমানের প্রার্থিতা বাতিল করে।

নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, আচরণবিধি লঙ্ঘনের দায়ে কোনো প্রার্থীকে জেল–জরিমানা করা যায়। চাইলে নির্বাচন কমিশন কোনো প্রার্থীর প্রার্থিতাও বাতিল করতে পারে।

Related Articles

Back to top button