এবি ব্যাংকে ৩৫০ কোটি টাকা বেনামি ঋণ, জড়িতদের ধরতে দুদকে চিঠি

আলী হায়দার রতন হলেন একজন ঠিকাদার। ১০ বছর ধরে দেশের সরকারি বিভিন্ন কাজ তিনি একক ও যৌথভাবে করছেন। সাম্প্রতিক সময় তিনি আলোচনায় আসেন ন্যাশনাল ব্যাংক থেকে রাত আটটার পর সাড়ে ২২ কোটির বেশি টাকা উত্তোলনের কারণে। যদিও ব্যাংকিং লেনদেনের সময়সূচি সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। এই সময়ের মধ্যে ব্যাংকে টাকা জমা দেওয়া ও উত্তোলন করা যায়।
জানা যায়, গত ২৮ ডিসেম্বর রাত আটটার পর তাঁকে ন্যাশনাল ব্যাংকের গুলশান করপোরেট শাখা থেকে ৭ কোটি ৬০ লাখ, গুলশান শাখা থেকে ৫ কোটি ও বনানী শাখা থেকে ১০ কোটি টাকা উত্তোলনের সুযোগ দেওয়া হয়। বিষয়টি ব্যাংকের পক্ষে তদারক করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রইস উদ্দিন। তিনিসহ সংশ্লিষ্ট শাখার ব্যবস্থাপক, ব্যাংকের সচিব, ঋণ ঝুঁকি বিভাগের প্রধানের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়েছে বিএফআইইউ। এ জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
ব্যাংক খাত সূত্রে জানা যায়, আলী হায়দার রতনের প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন ব্যাংকে ঋণ রয়েছে প্রায় ৫২৫ কোটি টাকা। এর মধ্যে ন্যাশনাল ব্যাংকে ঋণ রয়েছে প্রায় ২০০ কোটি টাকা, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে ১৮০ কোটি, জনতা ব্যাংকে ৭০ কোটি, সোশ্যাল ইসলামী ব্যাংকে ৪০ কোটি ও বেসিক ব্যাংকে ৩৫ কোটি টাকা।
ন্যাশনাল ব্যাংক থেকে রাতে টাকা তোলার ঘটনা নিয়ে আলী হায়দার রতন বলেন, ‘বছরের শেষ সময় হওয়ায় বেতন-ভাতা দেওয়া ও বিল পরিশোধের তাড়া ছিল। আমি দিনে চেক জমা দিয়েছি। চারটি শাখা থেকে টাকা জোগাড় করেছে ব্যাংক, এ জন্য সময় লেগে গেছে। এতে তো আমার কোনো দোষ নেই। ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য আমি সবার সহযোগিতা চাই।’