‘ক্ষমতার দাপটে’ বারবার বিতর্কে সংসদ সদস্য মোস্তাফিজ

জেলা প্রশাসন বলছে, অস্ত্রের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে কিছু শর্ত দেওয়া হয়। এর অন্যতম শর্ত অস্ত্র বহন করার ক্ষেত্রে ভয়ভীতি প্রদর্শন যাতে না হয়। জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘তিনি (সংসদ সদস্য) ভয়ভীতি প্রদর্শন করেছেন কি না, সেটা খতিয়ে দেখব আমি।’
দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি নেতার হত্যার হুমকির প্রতিবাদে গত সোমবার বিকেলে বাঁশখালীতে আয়োজিত সমাবেশ ও মিছিলে সংসদ সদস্য অস্ত্রটি প্রদর্শন করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, সংসদ সদস্য মোস্তাফিজ ব্যানারের সামনে একা হাঁটছিলেন। তাঁর ডান হাতে পিস্তলটি ছিল। সামনে ছিল পুলিশ। পুলিশি পাহারার মধ্যেও মোস্তাফিজের অস্ত্র হাতে মিছিল কেন, সেই প্রশ্ন উঠেছে।
এ ব্যাপারে বক্তব্য জানতে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। তবে বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল গফুর বলেন, ‘সংসদ সদস্য কারও দিকে অস্ত্র তাক করেননি। হাতে নিয়ে হেঁটেছেন।’