Uncategorized

পোষ্যের মৃত্যুতে ভেঙে পড়েছেন নুসরাত যশ, মিমির সান্ত্বনা 

অনেক সময় পোষাপ্রাণী মারা গেলে বা হারিয়ে গেলে তাদের অনেকেই ভুলতে পারেন না। টালিউড তারকা নুসরাত জাহান এবং যশ দাশগুপ্তের একই অবস্থা। এক ‘সন্তান’-এর মৃত্যুতে ভেঙে পড়েছেন তারা। যশ তার পোষা কুকুরকে ছেলে হিসেবে মন্তব্য করেছেন। খবর আনন্দবাজারের।

প্রতিবেদনে বলা হয়েছে- নুসরাত মাঝে-মধ্যেই নিজেদের ইনস্টাগ্রামে তাদের পোষ্যদের ছবি দেন। এই অভিনেত্রীর অবসরের একমাত্র সঙ্গী যে তারাই। যশ ও নুসরাতের সঙ্গে নানারকমের ভিডিও দেখা যায় তাদের পোষ্যদের।

প্রিয় পোষ্য ‘হ্যাপির’ ছবি পোস্ট করে এই যুগল দুঃখের খবরটি জানিয়েছেন। যে পোষ্যকে নিজের সন্তানের মতো ভাবতেন তারা। পোষ্যের বিভিন্ন মুহূর্তের ছবি ভাগ করে নিয়ে যৌথ পোস্টে তারা লিখেছেন- ‘তুমি আমাদের জীবনে প্রতিটি মুহূর্তে ছিলে। ভালো সময়, মন্দ সময়। প্রতি পদে তোমায় মনে পড়ছে আমাদের। তোমার সঙ্গে জীবনের অন্য পারে দেখা হওয়ার অপেক্ষায় রইলাম। আমরা তোমাকে খুব ভালোবাসি।’

নুসরাতের এই পোস্টে মন্তব্য দেখা গেল মিমি চক্রবর্তীরও। কিছু বছর আগেই নিজের প্রিয় পোষ্যকে হারিয়েছিলেন এই অভিনেত্রী। তাই আরও বেশি করে অনুভব করতে পারছেন যশ এবং নুসরাতের মনের কষ্টকে।

এ মুহূর্তে যশ তার প্রথম হিন্দি ছবির শুটিংয়ে ব্যস্ত। পাশাপাশি নুসরাতের সঙ্গে জুটি বেঁধে বাংলা ছবি থ্রিলারের শুটিংও সারছেন তিনি। এ ছবিতে যশ-নুসরাত ছাড়াও রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।

Related Articles

Back to top button