Uncategorized

শিশুর কান্নায় শয়নকক্ষে গিয়ে মিলল গৃহবধূর লাশ

নীলফামারীর কিশোরগঞ্জে শিশুর কান্নায় শয়নকক্ষে গিয়ে মিলল মনি আক্তার (২১) নামে এক গৃহবধূর লাশ। ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে শনিবার সকালে জেলার হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

গাড়াগ্রাম ইউনিয়নের দোলাপাড়া গ্রামে শুক্রবার দুপুর ২টায় এ ঘটনা ঘটেছে। নিহত গৃহবধূ ওই গ্রামের রঞ্জু মিয়া ওরফে টসসুর স্ত্রী। এ ঘটনার পর নিহতের স্বামী ও তার শ্বশুর শামসুল ইসলাম গা ঢাকা দিয়েছেন।

স্থানীয়রা জানান, তাদের স্বামী-স্ত্রীর মাঝে সকালে ঝগড়া হয়। দুপুরে পরিবারের লোকজন ধানের বীজ বপনের কাজে দোলা যায়। এ সুযোগে ওই গৃহবধূ শয়নঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়।

এ সময় তার আড়াই বছরের ছেলে মমিন কান্না করতে থাকে। জুমার নামাজ শেষে ফেরার পথে মুসল্লিগণ শিশুটির কান্না শুনতে পায়। একজন মুসল্লি বাড়ির ভেতরে ঢুকে ওই গৃহবধূর ঝুলন্ত লাশ দেখে চিৎকার দেয়।

কিশোরগঞ্জ থানার ওসি রাজীব কুমার রায় জানান, এ ঘটনায় ওই গৃহবধূর বাবা মোকলেছার রহমান ইউডি মামলা করেছেন। প্রতিবেশীর কাছে নিহতের লেখা চিরকুট পাওয়া গেছে। সেখানে তিনি কাউকে দায়ী করেননি।

Related Articles

Back to top button