Uncategorized

মালয়েশিয়ায় নারী উদ্যোক্তাদের আয়োজনে দেশীয় পণ্যের মেলা

মালয়েশিয়ায় প্রবাসী নারী উদ্যোক্তারা ‘উই হাটবাজার’ নামে দেশীয় পণ্যের মেলার আয়োজন করেছেন। শনিবার দিনব্যাপী এ মেলা চলবে রাজধানী কুয়ালালামপুরের জি টাওয়ারে।

নারী উদ্যোক্তাদের সংগঠন উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট (উই) বৃহস্পতিবার কুয়ালালামপুরে বুকিত বিংতানের ভিআইপি পিঠাঘরে এক সংবাদ সম্মেলনে মেলার আনুষ্ঠানিক ঘোষণা দেন ঢাকা থেকে আগত সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি নাসিমা আক্তার নিশা।

জি টাওয়ারের বলরুমে সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলা এ মেলায় অংশ নিচ্ছেন বাংলাদেশি প্রবাসী নারী উদ্যোক্তারা।

আয়োজকরা জানান, আকর্ষণীয় মূল্যে বিদেশে বসে দেশীয় পণ্য কেনার সুযোগ মিলবে এবারের মেলায়। বিভিন্ন স্টলে থাকছে খেজুর-কাঁঠাল থেকে শুরু করে সব ধরনের আচার, নিজস্ব ডিজাইনের ব্লক কুর্তি, টাঙ্গালের শাড়ি, জামদানি, নকশিকাঁথা, মাটির তৈরি জিনিসপত্র, দেশীয় তৈরি কাপড়, দেশীয় অলংকার ও হস্তশিল্পের জিনিসপত্র।

সংগঠনের মালয়েশিয়ার প্রধান পাপিয়া আক্তার বলেন, ‘উই হাটবাজার’ মেলার এ ধরনের উদ্যোগ প্রবাসী নারীদের আরও উদ্বুদ্ধ করবে। দেশীয় পণ্য উৎপাদন ও প্রসারে ভূমিকা রাখবে।

ছোট ছোট পরিসরে এমন মেলা স্থানীয় উদ্যোক্তাদের সম্ভাবনার খাত তৈরি করবে। নারীদের স্বাবলম্বী করে তোলা, কর্মসংস্থান তৈরি, দেশীয় পণ্যের প্রসার এবং প্রবাসী নারীদের উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যেই উই হাটবাজার মেলার আয়োজন।

[প্রিয় পাঠক, যুগান্তর অনলাইনে পরবাস বিভাগে আপনিও লিখতে পারেন। প্রবাসে
আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে
পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন jugantorporobash@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার
নামে প্রকাশ করা হবে।]

Related Articles

Back to top button