Uncategorized

নওয়াজের সঙ্গে বিচ্ছেদে আমার নতুন প্রেমের সম্পর্ক নেই: আলিয়া

নওয়াজউদ্দিন সিদ্দিকীর সঙ্গে আইনি বিচ্ছেদের আগেই নতুন প্রেমে জড়িয়েছেন আলিয়া সিদ্দিকী। আর তা নিয়েই আপাতত চর্চার কেন্দ্রবিন্দুতে আলিয়া। এবার নতুন প্রেম নিয়ে নিজেই মুখ খুললেন তিনি।

আলিয়ার দাবি, নওয়াজের সঙ্গে বিচ্ছেদের বিষয়ে তার এই নতুন প্রেমের কোনো সম্পর্ক নেই। জানিয়েছেন বছরখানেক আগেই দুবাইয়ের এক পার্টিতে তাদের আলাপ হয়।

সম্প্রতি ই-টাইমসকে আলিয়া সিদ্দিকী বলেন,আমি বিবাহবিচ্ছেদের আবেদন করি দুই বছর আগে, আর নতুন সঙ্গীর সঙ্গে আমার পরিচয় হয় গত এক বছর আগে। তাই আমার বিবাহবিচ্ছেদের সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই।

তিনি বলেন, নওয়াজ আর আমি শুধু সন্তানদের স্বার্থে যোগাযোগ রেখে চলেছিলাম। আমি চাই নওয়াজ জীবনে আরও ভালো কিছু করুক। আমরা গত ১৯ বছর ধরে এই সম্পর্কটা নিয়ে লড়াই করছি। এখন আমাদের বিবাহবিচ্ছেদের মামলা চলছে। এর আগে আমি আমার নতুন সম্পর্কের বিষয়ে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করিনি। কারণ আমি মানসিকভাবে ক্লান্ত ছিলাম।

প্রসঙ্গত, সম্প্রতি নতুন বন্ধুর কথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাইকে জানান আলিয়া সিদ্দিকী। আর তার পরেই বিবাহবিচ্ছেদের আগে তার জীবনের নতুন পুরুষটিকে নিয়ে আলোচনা শুরু হয়। যদিও নতুন সঙ্গীর নাম প্রকাশ্যে আনেননি আলিয়া।

Related Articles

Back to top button