এবার রাম-সীতা চরিত্রে ধরা দিচ্ছেন রণবীর-আলিয়া!

ব্রহ্মাস্ত্রের পর আবার জুটি বাঁধছেন রণবীর ও আলিয়া? নীতেশ তিওয়ারির রামায়ণে রণবীরের বিপরীতে সীতা হিসেবে দেখা যাবে আলিয়াকে? তেমনটাই অন্তত দাবি করছেন টুইটার ব্যবহারকারীরা।
এসএস রাজামৌলির ছবি আরআরআর-এ সীতা নামক একটি চরিত্রে অভিনয় করেছিলেন আলিয়া। এবার হয়তো তাকে সত্যি রামায়ণের সীতার ভূমিকায় দেখা যাবে।
নীতেশ তিওয়ারির ম্যাগনাম ওপাস রামায়ণের সীতার ভূমিকায় থাকবেন আলিয়া, তার বিপরীতে রামের চরিত্রে দেখা যাবে রণবীরকে— এমনটিই সম্প্রতি একটি রিপোর্টে দাবি করা হয়েছে। এই খবর প্রকাশ্যে আসতেই টুইটারে ট্রেন্ডিং লিস্টে উঠে আসেন আলিয়া।
জানা গেছে, চলতি বছরের ডিসেম্বর থেকেই এ ছবির শুটিং শুরু হবে। আর সত্যি যদি তাতে বলিপাড়ার পাওয়ার কাপল ‘রণালিয়া’ জুটি বাঁধেন তা হলে তো কথাই নেই।
ভারতীয় গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী নীতেশ তিওয়ারির এই ‘রামায়ণ’-এ রামের ভূমিকায় দেখা যাবে রণবীর কাপুরকে। সীতা হিসেবে থাকবেন আলিয়া ভাট। আর যশকে দেখা যাবে রাবণের ভূমিকায়। ২০২৩-এর দীপাবলির সময় এই ছবির হালহকিতের বিষয়ে ঘোষণা করা হতে পারে বলে মনে করা হচ্ছে।