Uncategorized

আমি এখন জীবনের একটা সুখী পর্যায়ে আছি, নতুন প্রেমে জড়ানোর পর আলিয়া

নওয়াজউদ্দিন সিদ্দিকীর সঙ্গে আইনি বিচ্ছেদের আগেই নতুন প্রেমে জড়িয়েছেন আলিয়া সিদ্দিকী। সেই প্রেম নিয়ে তিনি সুখেই আছেন বলে জানান।

সম্প্রতি ই-টাইমসকে আলিয়া সিদ্দিকী বলেন, আমি এখন জীবনের একটা সুখী পর্যায়ে রয়েছি। তবে তার অর্থ এই নয় যে, এই প্রেম দিয়ে আমার চরিত্রের বিচার করা হবে।

জীবনে আসা নতুন পুরুষকে নিয়ে আলিয়া বলেন, এই নতুন বন্ধু তার কাছে গত বছর একটা বড় মানসিক সমর্থন হয়ে দাঁড়িয়েছিলেন। এখন নতুন বন্ধু তার কাছ থেকে হিন্দি শিখছেন, তিনিও তার কাছ থেকে ফরাসি ও ইতালিয়ান ভাষা শিখছেন। উনি খুব শিগগির এ দেশে (ভারত) আসবেন।

আলিয়ার কথায়, আমি যে সম্পর্কটাকে মূল্যবান ভেবেছিলাম, সেই সম্পর্ক থেকে বের হয়ে আসতে আমার ১৯ বছর সময় লাগল। এখন আমার কাছে সন্তানরাই বেশি মূল্যবান। ওরা সবসময় আমার কাছে আছে ও থাকবে। তবে কিছু সম্পর্ক বন্ধুত্বের থেকেও বেশি। আর তাই আমার এই নতুন সুখীজীবনের কথা আপনাদের সঙ্গে ভাগ করে নিয়েছি। আমার কি সুখী হওয়ার অধিকার নেই?

Related Articles

Back to top button