ভারত-চীনের মধ্যে সমঝোতা করতে চান আমির হোসেন আমু

ঢাকায় ১৪-দলীয় জোটের একটি সমাবেশে গত মঙ্গলবার আওয়ামী লীগের প্রবীণ নেতা আমির হোসেন আমু বলেছেন, প্রয়োজনে জাতিসংঘের মধ্যস্থতায় তারা বিএনপির সঙ্গে আলোচনায় বসতে চান। এমন বক্তব্যের পরই দেশজুড়ে আলোচনা শুরু হয়। শুধু তাই নয়, এ বক্তব্য কেন্দ্র করে পাল্টাপাল্টি বক্তব্য দেন বিএনপি ও আওয়ামী লীগের নেতারা।
সমসাময়িক রাজনীতি নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন আমির হোসেন আমু। বাংলাদেশের নির্বাচন ও অর্থনৈতিক অবস্থা নিয়ে কথা বলেছেন তিনি।
সেখানে চীন না ভারত— বাংলাদেশ কোন দিকে ঝুঁকলে বাংলাদেশের জন্য ভালো হবে, জানতে চাওয়া হয় আমুর কাছে। প্রশ্নোত্তরে আমু বলেন, সবার সঙ্গে আমরা সুসম্পর্ক রাখতে চাই। ভারত ও চীনের মধ্যে যে বৈদেশিক সম্পর্কে দূরত্ব আছে, সেটির সমঝোতা হওয়া উচিত।
সে ক্ষেত্রে আপনি কোন দিকে ঝুঁকতে চান— এমন প্রশ্নে আমু বলেন, আমি কোনো দিকেই ঝুঁকতে চাই না। আমি বরং চেষ্টা করব— চীন ও ভারতের মধ্যে সমঝোতা করতে। আমি মনে করি সমঝোতা হওয়া দরকার।
বর্তমান সরকারের উদ্দেশ্য হচ্ছে, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা। এ জন্য সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। পাশাপাশি অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করা। বিশ্বের সঙ্গে তালমিলিয়ে অর্থনৈতিক ধারা এগিয়ে নিয়ে যাওয়া। সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে এগিয়ে যেতে চাই। আমরা কোনো আন্তর্জাতিক বলয়ের পকেটে ঢুকতে চাই না।
স্বাস্থ্য খাতের বিষয়ে প্রশ্ন করলে কোনো উত্তর না দিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা শেষ করে দেন আওয়ামী লীগের প্রবীণ এ নেতা। এর বাইরে আর কোনো কথা বলেননি তিনি।